পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা মনি মিয়া (৩৭) নামে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিটের প্রিভেনটিভ টিম।
শুক্রবার (২৪ মার্চ) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর।
তিনি জানান, মনি মিয়া রাত ৮টায় সিংগাপুর থেকে টাইগার এয়ায়ের একটি ফ্লাইটে (টিআর ২৬৫৬) শাহজালালে অবতরণ করেন। এদিকে কাস্টমস হাউসের কাছে গোপন তথ্য ছিলো তার কাছে স্বর্ণ রয়েছে। কিন্তু গ্রিন চ্যানেলে স্বর্ণ থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তার রেক্টামে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
কাস্টমস সূত্রে আরও জানা যায়, রাত সাড়ে ১০টায় বিমানবন্দরের টয়লেটে গিয়ে তার রেক্টাম থেকে মোট ১৬টি স্বর্ণবার বের করে আনা হয়। প্রত্যেকটি স্বর্ণবারের ওজন ১শ’ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
মনি মিয়ার বাড়ি গোপালগঞ্জে। তার পাসপোর্ট নাম (মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সুজন মিয়া)। পেশায় তিনি একজন কম্পিউটার যন্ত্রাংশ আমদানিকারক। ফ্লাইটে ওঠার আধঘণ্টা আগে তিনি স্বর্ণগুলো রেক্টামে নেন।
আটক মনি মিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হবে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।