পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ক্যানসারের ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টমস। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এ ওষুধ জব্দ করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার ওমর মোমিন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় কুয়েত এয়ারওয়েজ কেইউ২৮৫ যোগে কুয়েত থেকে মোহাম্মদ সাইদ নামে এক যাত্রী আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারি করা হয়। পরে যাত্রী সাইদ তার সঙ্গে থাকা তিনটি ব্যাগ রেখে পালিয়ে যান।পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাগ খুলে ৪৪ হাজার ৬৭৮ পিস বিভিন্ন ধরনের ক্যানসারের ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। ব্যাগের ট্যাগ নম্বর থেকে যাত্রীর নাম মোহাম্মদ সাইদ বলে জানা যায়। ওষুধ প্রশাসনের নিয়ম অনুযায়ী, ক্যানসারের ওষুধ কার্গোতে আসার কথা। কারণ এ ওষুধ খোলা আনা যায় না। ছাড়পত্র সাপেক্ষে আমদানি করতে হয়। তিনি বলেন, খোলা আনলে নকল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাত্রী সাইদ ফের বিদেশে যাতায়াতের সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।