শাহজালালে ময়লার ঝুঁড়িতে ৪৮টি স্বর্ণের বার

 পপুলার২৪নিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুঁড়িতে মিলেছে ৪৮টি স্বর্ণের বার। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

শুল্ক গোয়েন্দারা জানান, ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে জেন্টস ওয়াশরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯টি প্যাকেটে ৪৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭ কোটি ৮৬ লক্ষ ৯০ হাজার টাকা (প্রায়)। উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধশৌচাগারের ফ্লাশ নষ্ট, ২৪ ঘণ্টা পর যাচ্ছে দুবাইয়ের ফ্লাইট