পপুলার২৪নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের সূচিতে (সিডিউল) বিপর্যয় দেখা দিয়েছে।
শুক্রবার বেলা দেড়টা থেকে রাত ৯টা পর্যন্ত আন্তর্জাতিক রুটের ১৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে শাহজালাল বিমানবন্দরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
তবে আন্তর্জাতিক ফ্লাইটের সূচি বিপর্যয় হয়েছে এমনটি মনে করেন না শাহজালাল বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ঘণ্টা বহির্গমন কার্যক্রম বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে একটা চাপ এসেছে, তখন সিস্টেম ওভারলোডেড হয়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, অন্যান্য এয়ারলাইন্সের বিষয়ে বলতে পারবো না। অগ্নিকাণ্ডের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট মিলিয়ে বাংলাদেশ বিমানের ৭টি ফ্লাইট বিলম্বিত রয়েছে।
শুক্রবার বেলা দেড়টার দিকে শাহজালাল বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
এসময় প্রায় ৩ ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকে। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা যায়, এতে দুপুর দেড়টা থেকে রাত ৯টা পর্যন্ত আন্তর্জাতিক রুটের প্রায় ১৮টি ফ্লাইট সূচি বিপর্যয়ে পড়ে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস দু’টি পৃথক কমিটি গঠন করেছে।
সিভিল এভিয়েশনের পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা হচ্ছেন সহকারী পরিচালক আবু সালেহ মো. খালেদ (অগ্নি), নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ, ডিজিএফআইয়ের প্রতিনিধি হাবিবুর রহমান ও এনএসআইয়ের প্রতিনিধি ননী গোপাল।
তিন কর্মদিবসের মধ্যে এই কমিটির প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
অপরদিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।