পপপুলা২৪নিউজ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিলাম- শাসক নয়, সেবক হিসেবে কাজ করব। সেভাবেই কাজ করছি।’
মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘স্বাধীন জাতিকে গড়ে তুলতে জাতির পিতা যে সংবিধান দিয়েছিলেন, সেখানে সবার সেবা নিশ্চিত করে গিয়েছিলেন। তিনি যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে হত্যা করা হয়। দেশ যেভাবে এগোনোর কথা ছিল, সেভাবে এগোতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, সেটিই আমাদের লক্ষ্য। সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই জাতির পিতার লক্ষ্য ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষকে কর্মমুখী হয়ে নিজের কাজ করতে হবে। যারা ভাতার আওতায় আছেন, তারা যেন ঘরে বসে ভাতা পেতে পারেন, সে জন্য কাজ করে যাচ্ছে সরকার।
সবার সংসার চালানোর দায়িত্ব সরকারের না উল্লেখ করে তিনি বলেন, নিজেই নিজের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। কেউ যেন অভুক্ত না থাকে, সেদিকে সরকার সজাগ দৃষ্টি রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের দেশের সুশীল সমাজ হাইপোথেটিক্যাল চিন্তা করে, প্রাকটিক্যাল চিন্তা করে না। তারা অভিযোগ করে বলেন, যে টাকা ভাতা দেয়া হয় তাতে কি সংসার চলে? কিন্তু আমি বলতে চাই- সংসার চালানোর দায়িত্ব সরকারের না। আমাদের দায়িত্ব কেউ যেন অবহেলিত না থাকে, অভুক্ত না থাকে- সেই ব্যবস্থা করা। মানুষ যাতে কর্মবিমুখ হয়ে না যায় সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’