শামসুন্নাহারের গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। সেই ইতিহাস গড়ার স্বপ্নের পালে জোর হাওয়াই পেল কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। স্বাগতিক নেপালকে থমকে দিয়ে ১৪ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছে দলটি।

ম্যাচের ১৪ মিনিটই বাংলাদেশকে লিড এনে দিয়েছেন বদলি ফুটবলার শামসুন্নাহার (জুনিয়র)। মনিকা চাকমার ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে দারুণভাবে নিজের স্কিল দেখান শামসুন্নাহার। কোনাকুনি প্লেসিংয়ে তিনি গোল করেন।
এর আগে ম্যাচের দশ মিনিটে বাংলাদেশ খেলোয়াড় বদল করে। স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়রকে নামান কোচ ছোটন। ভারী মাঠে ইনজুরি আক্রান্ত স্বপ্না ভালোমতো রানিংই করতে পারছিলেন না। শামসুন্নাহার নামার পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দিলেন।
বাংলাদেশের একাদশ:
রুপা চাকমা (গোলরক্ষক) সাবিনা খাতুন (অধিনায়ক) শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, সাসুরা পারভিন, মণিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী সরকার ও স্বপ্না জাহান।

পূর্ববর্তী নিবন্ধরানি এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু
পরবর্তী নিবন্ধ২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন