শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধান করা হবে: গোখলে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চান তারা। এ জন্য মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশকেই সহযোগিতা করছে ভারত।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব গোখলে বলেন, দুই দেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ভারত দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ সবচেয়ে গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়।

এ সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে শুভেচ্ছা জানান গোখলে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বৈঠকের বিষয়ে বলেন, রোহিঙ্গা ইস্যুসহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তারা (ভারতে) যত দ্রুত সম্ভব এটি সমাধান করবে, আমি খুশি।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি সমাঝোতা স্মারক স্বাক্ষর হয়।

পূর্ববর্তী নিবন্ধদুপুরের মধ্যে আটকদের ছেড়ে দেয়ার দাবি
পরবর্তী নিবন্ধফের ক্যাম্পাসে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের মিছিল