শাকিব খান ও চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্বের অবসান

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের বর্তমান কিংখান শাকিব। তাকে নিয়ে সম্প্রতি এফডিসি, চলচ্চিত্র সংগঠন ও সংশ্লিষ্টদের তুলকালাম দ্বন্দ্ব চলছিল। অবশেষে সেই দ্বন্দ্বের অবসান হলো। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থে এক কাতারে দাঁড়ালেন শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা।

গতকাল মঙ্গলবার রাতে অভিনেতা ফারু‌কের উত্তরার বাসায় চলচ্চিত্র পরিবারের নেতাদের উপস্থিতিতে এক ঘরোয়া বৈঠকে মিলিত হন তারা।

সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হো‌সেন, চিত্রনায়ক শা‌কিব খান, বাপ্পারাজ, প্রযোজক আরশাদ আদনান, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ব‌দিউল আলম খোকন, এডিটরস গি‌ল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নায়ক জা‌য়েদ খান।

আলোচনার এক পর্যায়ে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নায়ক ফারুক ও শা‌কিব খা‌ন কোলাকু‌লি ক‌রে ভবিষ্যতে একসঙ্গে সম‌ঝোতা এবং সৌহার্দপূর্ন পরিবেশে কাজ করার ব্যাপা‌রে ঐকমত পোষন ক‌রেন। পাশাপা‌শি সব ধর‌নের ব‌হিস্কারা‌দেশ প্রত্যাহার করার ব্যাপা‌রেও উভয় পক্ষ সম্ম‌তি প্রকাশ ক‌রেন।

এ বিষয়ে ফারুক বলেন, শা‌কিব আমা‌দের ছে‌লে। ও যা ক‌রে‌ছে না বু‌ঝেই ক‌রে‌ছে। এখন আর আমা‌দের ম‌ধ্যে কোন সমস্যা নেই। আমরা সবাই একস‌ঙ্গে কাজ করব। শাকিব খান বলেন, ‌নি‌জে‌দের ম‌ধ্যে ঝা‌মেলা রে‌খে কো‌নো লাভ নেই। দিন শে‌ষে আমরা একই প‌রিবা‌রের সদস্য। এখন থে‌কে আমরা একস‌ঙ্গে মি‌লে‌মি‌শে কাজ কর‌বো’।
উল্লেখ্য, যৌথ প্রযোজনার নামে দেশের প্রচলিত আইন ভাঙ্গার কারণে চলতি বছরের ২৩ জুন এফডিসির সমস্ত সংগঠন থেকে শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্ছিত করে তাদের নিষিদ্ধ ঘোষণা করে চলচ্চিত্র পরিবার।

পূর্ববর্তী নিবন্ধকমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,শিডিউল বিপর্যয়ের কারণে দেরিতে ছাড়ছে ট্রেন
পরবর্তী নিবন্ধশিমুলিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় সহাস্রাধিক গাড়ি