শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ, শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০ টার কিছু আগে শহীদ মিনারে মরদেহ নেওয়া হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে।

সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে অনুরাগী-শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ জানাবে ভালোবাসার ফুলেল শ্রদ্ধাঞ্জলি। এরপর জুমার নামাজের পরপর মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা হবে। এ ব্যান্ডদল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট এবং গীতিকার, সুরকার আইয়ুব বাচ্চু মৃত্যুকালে দুই সন্তানের পাশাপাশি রেখে গেছেন স্ত্রী ময়নাকে। রেখেন গেছেন অসংখ্য ভক্ত-শ্রোতাকেও।

র আগেই দেশে ফেরার কথা রয়েছে ‘এবি’র দুই সন্তান আহনাব তাজওয়ার ও মেয়ে রাজকন্যার। আহনাব থাকেন কানাডায়; রাজকুমারী অস্ট্রেলিয়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা এলে চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে দেহরক্ষীর গুলিতে পুলিশ-গোয়েন্দা প্রধান নিহত
পরবর্তী নিবন্ধআজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী