শহিদুল আলমের সাক্ষাৎকারের ফুটেজ চেয়েছেন হাইকোর্ট

পপুলার২৪নিউজ ডেস্ক :

আলোকচিত্রী ড. শহিদুল আলমের জামিন প্রশ্নে রুলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

ওইদিন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় আলজাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ চেয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষকে এই ফুটেজ আদালতে দাখিল করতে বলা হয়েছে। ওইদিন শহিদুল আলমের জামিন নিয়ে জারি করা রুলের পরবর্তী শুনানি হবে।বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে ৭ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ১৮ অক্টোবর দ্বিতীয়বার ড. শহিদুল আলম হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার ৭ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধ২৪ বছর পর রিয়ালের দায়িত্বে আর্জেন্টাইন কোচ