শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি আগামী সপ্তাহে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার সারাহ হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে আবেদনটির ওপর শুনানি করতে গেলে আদালত বলেন, এ বিষয়ে হাইকোর্ট ও আপিল বিভাগের সিদ্ধান্ত দেখে আগামী সপ্তাহে শুনানি হবে।

 

সূত্র জানায়, এ মামলায় তার জামিন আবেদন ৬ আগস্ট নামঞ্জুর করেন ঢাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম । গত ১৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করা হয়। এরপর ১৯ আগস্ট শুনানির তারিখ এগোনোর জন্য আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। এ অবস্থায় ২৬ আগস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চাইলে ওই আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি। এ অবস্থায় গতকাল হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধশোয়েব আখতারকে ছাড়িয়ে যাচ্ছেন মাশরাফি
পরবর্তী নিবন্ধসু চির অধীনে মিয়ানমার হতাশার বিপজ্জনক উপাখ্যান