পপুলার২৪নিউজ ডেস্ক :
ভারতের ১৩তম উপ-রাষ্ট্রপতির শপথ নিয়েছেন সাবেক মন্ত্রী ও শীর্ষ বিজেপি নেতা এম বেঙ্কাইয়া নাইডু।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানীর নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তিনি শপথ নেন।
বেঙ্কাইয়াকে শপথ পড়ান ভারতের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ছাড়াও বিজেপির শীর্ষ নেতারা হাজির ছিলেন।
গত ৫ আগস্ট উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বেঙ্কাইয়া।