নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন রোববার দুপুরে এক ভিডিও বার্তায় একথা জানান। খবর বাসসের
তিনি বলেন, শনিবার দুপুর ২টা থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত নগরীর ৭৫টি ওয়ার্ডের শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।
তিনি জানান, রোববার কোরবানির পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, তা আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে।
এ সময় তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৩৩ ট্রাক বর্জ্য গ্রহণ করে তা ডিএসসিসির মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যায়। সে রাতে আমিন বাজারে প্রচন্ড যানজট থাকায় ডিএনসিসিকে দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।