মুন্সীগঞ্জ প্রতিনিধি ,পপুলার২৪নিউজ:
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে ৫৫ মণ জাটকা আটক করেছে মাওয়া নৌফাঁড়ি পুলিশ। এ সময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষ জানান, আজ শনিবার ভোররাতে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম শিমুলিয়া ঘাটের কাছে পদ্মায় অভিযান চালান। এ সময় ৫৫ মণ জাটকাসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার বড় নওপাড়া গ্রামের রোসাই বেপারীর ছেলে আল আমিন (৩০), একই এলাকার মহি মোড়লের ছেলে মো. আলি (২৮), রশিদ মালের ছেলে মো. রাজিব (২০) এবং আজিজুল হক মুন্সীর ছেলে সুরুজ মিয়া (১৯)। পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিলি করা হয়।