পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বিরল প্রজাতির একটি ভাল্লুক পাওয়া গেছে।
ওপারের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে এক ব্যক্তিকে আক্রমণের সময় ভাল্লুকটিকে আটক করে খাঁচায় বন্দি করা হয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে (টেটিয়াপাড়া) এ ঘটনা ঘটে।
প্রাণীটি দেখতে কালো, শরীরে ভাল্লুকের মতো ঘন পশমযুক্ত ও লম্বায় প্রায় পাঁচ ফুট হবে।
এদিকে এ খবর জানাজানি হলে আশপাশের কয়েক গ্রামের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায় ভাল্লুকটিকে এক নজর দেখার জন্য।
জানা গেছে, সকালে ব্রাহ্মণগাঁওয়ে (টেটিয়াপাড়া) একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী আবু বক্করের বাড়ির একটি গাছের ডালে বসে থাকতে দেখা যায়।
পরে আশপাশের লোকজন এসে ওই বন্যপ্রাণীকে গাছের ডাল কেঁটে মাটিতে ফেলে আটকের চেষ্টা করলে আক্রমণে রহিছ মিয়া আহত হন। এক পর্যায়ে ওই প্রাণীকে লোকজন কৌশলে ধরে ফেলে।
গ্রামবাসী বিরল প্রজাতির ওই প্রাণীটেকে বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করেছে।
জেলার তাহিরপুরের ধলইড়গাঁও বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে দলছুট হয়ে ওপারের মেঘালয় পাহাড় থেকে রাতে ওই বিরল প্রজাতির ভাল্লুকের মতো প্রাণীটি লোকালয়ে আসে। এই অঞ্চলে এ ধরণের প্রাণী আগে কখনো দেখা যায়নি।