‘লোকমানের নির্দেশনায় ক্যাসিনোতে বিক্রি হতো বিদেশি মদ’

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার নিয়ন্ত্রণাধীন মোহামেডান স্পোটিং ক্লাবের ক্যাসিনোতে অবৈধভাবে বিদেশি মদ, হুইস্কি তার নির্দেশনা মতে সরবরাহ করে বিক্রি করা হতো। এছাড়া তিনি রিমান্ডে অস্পষ্ট তথ্য দিয়েছেন।

দুদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) লোকমান হোসেনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুনরায় পাঁচদিনের রিমান্ড আবেদন করে একটি প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই কামরুল ইসলাম প্রতিবেদনে উল্লেখ করেন, লোকমানকে দুদিনের পুলিশ রিমান্ডে জব্দকৃত চার বোতল বিদেশি মদ হেফাজতে রাখা-সংক্রান্ত জিজ্ঞাসাবাদে জানা যায়, লোকমানের নিয়ন্ত্রণাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাসিনোতে অবৈধভাবে বিদেশি মদ, হুইস্কি তার নির্দেশনা মতে বিভিন্নভাবে সরবরাহ করে বিক্রয় করা হতো।

পূর্ববর্তী নিবন্ধ জঙ্গি নেতা জুলফিকারসহ তিনজন রিমান্ডে
পরবর্তী নিবন্ধইঞ্জিনের ধাক্কায় ভেঙে গেল বগি, নার্সিং ছাত্র নিহত