স্তন ক্যান্সার নিয়ে কথা বলতে অনেকেই অস্বস্তিতে পড়েন। আর এ অস্বস্তির ফলে বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা করা হয় না।
ফলে স্তন ক্যান্সারে আক্রান্তরা নিজের অজান্তেই রোগটি মারাত্মক পর্যায়ে নিয়ে যান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
সম্প্রতি স্তন ক্যান্সারের লক্ষণগুলো প্রকাশিত হয়েছে কয়েকটি ছবির মাধ্যমে। এ ছবিগুলো দেখলেই যে কেউ স্তন ক্যান্সারের লক্ষণগুলো জানতে পারবেন এবং সে অনুযায়ী সতর্ক হওয়ার সুযোগ পাবেন।
যথাসময়ে চিকিৎসা করা স্তন ক্যান্সারসহ যে কোনো ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্তন ক্যান্সারের এ লক্ষণগুলোর ছবি অনলাইনে এনেছেন ৩৮ বছর বয়সী স্তন ক্যান্সারের রোগী এরিন স্মিথ।
তিনি জানান, দুই বছর আগেই এ ধরনের কিছু ছবি অনলাইনে তিনি পেয়েছিলেন। সে ছবিগুলো দেখে তিনি সতর্ক হয়েছিলেন এবং তাতে যথাসময়ে রোগ নির্ণয় হওয়ায় তার জীবন রক্ষা পেয়েছে।
ছবিতে ১২টি লেবুর মাধ্যমে তিনি স্তন ক্যান্সারের বিভিন্ন লক্ষণ তুলে ধরেছেন। এ লক্ষণগুলো মিলে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।