লিভারকুসেনকে হারিয়ে শেষ আটের পথে অ্যাতলেটিকো

পপুলার২৪নিউজ ডেস্ক:চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুরন্ত জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে জার্মানির ক্লাব বেয়ার লিভারকুসেনকে তাদের মাঠেই ৪-২ গোলে হারিয়েছে তারা। যার ফলে ৪টি অ্যাওয়ে গোলের সুবিধা তারা নিয়ে রাখলো এই ম্যাচে।

মঙ্গলবার রাতে বে অ্যারেনায় সপ্তদশ মিনিটেই সাউলের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ-পায়ের বিদ্যুৎ গতির বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এই মিডফিল্ডার। আট মিনিট পরেই দারুন এক পাল্টা আক্রমণে ব্যবধান দিবগুণ করেন আঁতোয়ান গ্রিজমান।

দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারী দল। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মান মিডফিল্ডার কারমি বেলারাবি ব্যবধান কমালে লড়াইয়ে ফেরে লিভারকুসেন। তবে ৫৮তম মিনিট গামেইরো স্কোরলাইন ৩-১ করলে অ্যাতলেটিকোর জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

ম্যাচের ৬৭তম মিনিটে স্টেফান সাভিচের আত্মঘাতী গোলে ম্যাচটি রোমাঞ্চকর মোড় নেয়। তবে ৮৬তম মিনিটে স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্দো তেরেস কাছ থেকে হেডে বল জালে পাঠালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গ্রিজম্যানরা।

 

পূর্ববর্তী নিবন্ধআগুয়েরোর জোড়া গোলে ম্যানসিটির জয়
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে অবৈধদের তাড়াতে নতুন পদক্ষেপ ট্রাম্পের