লিফটের নামে ফটোকপি মেশিন আমদানি!

পপুলার২৪নিউজ ডেস্ক :

চট্টগ্রাম বন্দরে কমপ্লিট পেসেঞ্জার এলিভেটর’র (লিফট) নামে আমদানি নিষিদ্ধ এক কনটেইনার ফটোকপি মেশিন আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে আনা কনটেইনার ভর্তি এসব ফটোকপি মেশিন কয়েকদিন আগে আটক করা হয়।

আজ কায়িক পরীক্ষা পর এ ব্যাপারে নিশ্চিত হয় কাস্টসম কর্তৃপক্ষ।
ঢাকার একটি প্রতিষ্ঠানের নামে চালানটি আনা হয়েছিল। আমদানিকারক প্রতিষ্ঠানটি কমপ্লিট পেসেঞ্জার এলিভেটর (লিফট) আনার ঘোষণা দিয়েছিল। চট্টগ্রাম এক্সপ্রেস এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের চালানটি খালাস করার কথা ছিল।

কাস্টমসের সহকারী যুগ্ম কমিশনার মো. রইস উদ্দিন বলেন, এ ব্যাপারে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কনটেইনারে থাকা মেশিন গণনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
কাস্টমসের এআইআর শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন আগে আমদানি নিষিদ্ধ এক কনটেইনার ফটোকপিয়ার মেশিন আটক করা হয়। চালানটি খালাস পর্যায়ে ছিল। বুধবার চট্টগ্রাম বন্দরে কায়িক পরীক্ষার পর এ ধরনের পণ্য পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধবাবা-মার কাছ থেকে পালিয়ে ফ্রান্সগামী বিমানে ৭ বছরের শিশু!
পরবর্তী নিবন্ধইউরোপ-এশিয়া রেলওয়ে উদ্বোধন