স্পোর্টস ডেস্ক:
শুরুতেই জোড়া ধাক্কা। লিটন দাস আর নাইম শেখ টানা দুই বলে ফিরে গেলে চাপের মুখে পড়ে বাংলাদেশ। সেখান থেকে অভিজ্ঞরা উদ্ধার করবেন কোথায়, তারাও যেন ভরসা দিতে পারছেন না।
ইতিমধ্যে সাজঘরের পথ ধরেছেন দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা সাকিব আল হাসান (৭ বলে ৪)। তিনিও বাতাসে খেলতে গিয়ে করেছেন ভুল। ক্রিস ওকসের বলে শর্ট ফাইন লেগে দারুণ এক ক্যাচ নিয়েছেন আদিল রশিদ।
সুপার টুয়েলভের এই লড়াইয়ে টসভাগ্য বাংলাদেশের সহায় হয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আবুধাবিতে বেশ ইতিবাচকই দেখা যাচ্ছিল দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাসকে। লিটন তো প্রথম ওভারেরই শেষ দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান।
কিন্তু সেই শুরুটা বেশিদূর এগোতে পারেনি। মঈন আলির করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ হন লিটন (৮ বলে ৯)। পরের বলে তুলে মারতে গিয়ে মিডঅনে তুলে দেন নাইমও (৭ বলে ৫)। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে বাংলাদেশ।