পপুলার২৪নিউজ ডেস্ক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী ফায়ার সার্ভিস অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের আলাল উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১০) ও একই উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের পল্লী চিকিৎসক আজাদ (৪৫)।
আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী যাচ্ছিল একটি পিকাআপ। আদিতমারী ফায়ার সার্ভিস অফিস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ধাক্কা দেয় ওই পিকআপভ্যানটি।
এতে ঘটনাস্থলেই বাইসাইকেলে থাকা রিফাত ও মোটরসাইকেল থাকা পল্লী চিকিৎসক আজাদ নিহত হন। আহত হন আরও তিনজন।
আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাব্বীকে ও রুবিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।