লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত থেকে শেরু মিয়া (৪৭) নামের ভারতীয় এক নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ এপ্রিল) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের পার্শ্ববর্তী সীমান্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেরুর বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার হরিরহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে দুর্গাপুরের ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিজিবি ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করে।
নিহত শেরু মিয়া ভারতীয় নাগরিক এবং তিনি গরু পারাপারের সঙ্গে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। বাংলাদেশি ভেবে ভারতীয় বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের অংশ একজন ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ পেয়েছি তবে সে কী ব্যবসায়ী তা বলতে পারছি না। মরদেহ ময়নাতদন্তের পর ভারতীয়দের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।