লাইক চেয়ে প্রতারণা

পপুলার২৪নিউজ ডেস্ক:

ফেসবুকের নিউজ ফিড পড়তে পড়তে বন্ধুর শেয়ার করা কোনো মর্মস্পর্শী ছবি চোখে পড়তে পারে। ওই ছবির সঙ্গে এমন পোস্ট দেওয়া থাকে, যাতে ‘লাইক’, ‘কমেন্ট’ ও ‘শেয়ার’ করার অনুরোধ থাকে। বলা হয়, ওই ছবিতে লাইক দিলে বা মন্তব্য করলে ফেসবুক ওই অসুস্থ শিশুর পরিবারকে সাহায্য করবে। অনেক সময় বলা হয়, এ পোস্ট সচেতনতার জন্য পোস্ট করা হচ্ছে। আসলে এ ধরনের পোস্ট পুরোপুরি প্রতারণা।

সম্প্রতি ফেসবুকে এ ধরনের একটি প্রতারণামূলক পোস্ট ছড়িয়ে পড়েছে। এতে একটি শিশুর অসুস্থ থাকার সময়কার ছবি ব্যবহার করা হয়েছে। ওই শিশুর মা জানান, তাঁর শিশুর ছবি নিয়ে ফেসবুকে প্রতারণা হচ্ছে। কয়েক বছর আগে তাঁর বাচ্চার জলবসন্ত হয়। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাঁর বাচ্চার ছবি নমুনার জন্য রাখা হয়। সেখান থেকে সংগ্রহ করে কেউ ওই ছবি ফেসবুকে পোস্ট করে। সেই পোস্টে বলা হয়, এই শিশুটির ক্যানসার হয়েছে। এই ছবিতে লাইক দিলে বা শেয়ার করলে কিছু অর্থ বাচ্চাটির চিকিৎসায় চলে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পোস্ট শেয়ার করা থেকে ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। এটিতে একধরনের স্ক্যাম হওয়ার আশঙ্কা বেশি, যাকে বলা হয় ‘লাইক-ফার্মিং’। এতে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

২০১৫ সালেও এ ধরনের প্রতারণামূলক পোস্ট ছড়িয়েছিল। এবারে অ্যালেন নামের ওই শিশুর ছবি ব্যবহার করে আবারও এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ অ্যালেনের ছবি ব্যবহার করে করা পোস্টগুলো সরিয়ে নেওয়ার কথা বলেছে। এ ধরনের প্রতারণামূলক ছবি ব্যবহার করে লাইক চাওয়া হলে সে সম্পর্কে ফেসবুকে রিপোর্ট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধএসএসসিতে ভুয়া প্রশ্নপত্র: আটক ৮
পরবর্তী নিবন্ধসিপিএলের নিলামে চার টাইগার