লন্ডন হাসপাতালে আইসিইউতে মেয়র আনিসুল হক

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক লন্ডন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এক মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছিলেন। চার দিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান এক মুঠোফোন বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

ওই বার্তায় বলা হয়, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। তাঁর এই অসুখ বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবৎ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। তিনি এখন আইসিউতে আছেন।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মেয়র দোয়া চেয়েছেন বলেও ওই বার্তায় জানানো হয়।

পরে মিজানুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, লন্ডন হাসপাতালে আগে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চার দিন আগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে পুরো বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। কথা বলতে নিষেধ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবরিশালে পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে তিন ছাত্র আটক
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে ব্যাংক ডাকাতিতে বাধা দেয়ায় নৈশ প্রহরী খুন