পপুলার২৪নিউজ ডেস্ক:
বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, বুধবার ওয়েস্টমিনস্টার ব্রিজ ও পার্লামেন্টে হওয়া সন্ত্রাসী হামলাকে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ অর্থাত ইসলামি সন্ত্রাসবাদ বলা ভুল। বরং একে বলতে হবে ‘ইসলামিস্ট সন্ত্রাসবাদ’ বা ইসলামবাদি সন্ত্রাসবাদ।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাউস অফ কমন্সে বিবৃতি দেয়ার পর এক এমপির প্রশ্নের জবাবে এ কথা বলেন তেরেসা মে।
কনজারভেটিভ দলের এমপি মাইকেল টমলিনসন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘গতকাল যা ঘটেছে সেটাকে ‘ইসলামিক সন্ত্রাসের’ কর্মকাণ্ড বলা হচ্ছে। প্রধানমন্ত্রী কি আমার সঙ্গে একমত যে যা ঘটেছে সেটা ইসলামিক নয়, ঠিক যেমন আইরি নিভের হত্যাকাণ্ড খ্রিষ্টান সন্ত্রাস ছিল না; আর মূলত দুটোই ধর্মের বিকৃতি?’
জবাবে একমত পোষণ করে তেরেসা মে বলেন, তিনি বিশ্বাস করেন ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ ব্যবহার করা সঠিক নয়। বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সম্পূর্ণরূপে একমত। আর এ ঘটনাকে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ হিসেবে ব্যাখ্যা করা ভুল। ’ বরং, ‘এটা ‘ইসলামিস্ট সন্ত্রাসবাদ’ যা মহান একটি ধর্মবিশ্বাসের বিকৃতি। ’
এমপি টমলিনসন তার প্রশ্নে ১৯৭৯ সালে হাউজ অব কমন্সে আইরিশ ন্যাশনাল লিবারেশন আর্মির গাড়ি বোমা হামলায় একজন কনজারভেটিভ এমপি নিহত হওয়ার প্রসঙ্গও টানেন।
উল্লেখ্য, বুধবারের হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ ৪ জনের প্রাণহানি হয়। আহত হন কমপক্ষে ৪০ জন। এদের অন্তত ছয়জনের অবস্থা গুরুতর। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হামলার পর পুলিশি অভিযানে ৮ ব্যক্তিকে আটক করা হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট