লন্ডনে ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলা, আটক ১

পপুলার২৪নিউজ ডেস্ক :
লন্ডনে ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলা, আটক ১উত্তর-পূর্ব লন্ডনের হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মাত্র ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলার ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, আটকের পর ওই কিশোরকে পূর্ব লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এছাড়া গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, তিনটি এলাকায় কাছাকাছি সময়ে ওই হামলাগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে।

জানা যায়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হ্যাকনি রোডে প্রথম হামলা হয়। সে সময় ৩২ বছরের এক ব্যক্তি স্কুটিতে করে হ্যাকনি রোড দিয়ে যাচ্ছিলেন। পাশে অন্য একটি স্কুটিতে থাকা দুই ব্যক্তির একজন তার দিকে এসিড ছোড়ে।

হামলায় ওই ব্যক্তির মুখমণ্ডর মারাত্মকভাবে ঝলসে যায়। দুই হামলাকারীর একজন আহত ব্যক্তির স্কুটিটি চুরি করে পালিয়ে যায়। অনুরূপভাবে আরো কয়েকটি হামলা করা হয়।

এ হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের ক্ষত বেশ বিপজ্জনক বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধক্যাটরিনার জন্মদিন ছাড়া তারিখ মনে থাকে না সাল্লুর!
পরবর্তী নিবন্ধকোহলি এই ক্রিকেটারকে চেনেন না!