দুলকি চালের মোটরচালিত বাইকে চড়ে হেলমেট পড়ে ছিনতাইকারীরা অক্সফোর্ড স্ট্রিটে তিনটি মোবাইল দোকানে ১৭ বার হানা দেয়। এছাড়া গত বছর শুধু মে মাসেই ইস্ট লন্ডনের ওয়ালথামস্টোর তিনটি দোকানে চারবার অভিযান চালায় এই চক্রটি। রাতের আঁধারে দোকান ভাঙচুর করে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার পাউন্ডের হ্যান্ডসেট ছিনতাই করে তারা। অভিযানে নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাদের চেয়ার ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করে দুষ্কৃতকারীরা।
এক রাতে অক্সফোর্ড স্ট্রিটের একটি দোকান থেকে ২০ হাজার পাউন্ডের স্মার্টফোন ও ট্যাবলেট চুরি করার সময় ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একজনকে ছিনতাইকারীরা বন্দুক দিয়ে হুমকি দেয় বলে জানান প্রসিকিউটররা। উড গ্রীনে আরেক অভিযানে ছিনতাই করে পালিয়ে যাবার সময় ছিনতাইকারীরা দুইজন পুলিশকে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।
গত সাত মাসে ছিনতাই করা ডিভাইসগুলো ইস্ট লন্ডনের বিভিন্ন দোকানে চোরাচালান করা হয়েছে। যেখান থেকে সেগুলো বাজার দরের কম মূল্যে বিদেশে বিক্রি করা হতো বলে আদালতের শুনানিতে জানা যায়। চুরি করা কিছু ডিভাইস বাংলাদেশ ও পাকিস্তানে সনাক্ত করা হয়েছে বলেও জানান প্রসিকিউটর মাইকেল শও।
কয়েকজন ছিনতাইকারীকে সেপ্টেম্বরে ইস্ট হ্যাম থেকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ব্ল্যাকফ্রায়ার্স ক্রাউন কোর্টের শুনানিতে এই অপরাধ কর্মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ডাকাতির মামলায় গ্রেফতার হ্যাকনির ববি কেনেডি (২২) ও ক্রিস কোস্টি (১৯)। এর আগের শুনানিতে দোষী সাব্যস্ত হয়েছে ববির ভাই আলফি কেনেডি (২০), ডিলান কাস্টানো-লোপেজ (১৯) ও অ্যাডাম আতাল্লা (২১)।
গত অক্টোবরে দুই কেনেডি ও আতাল্লাকে গ্রেফতার করা হলে এই সহিংস অপরাধ শেষ হয়ে যায়। রাজধানীর চারপাশে দশ মাইল জুড়ে ধাওয়া করে পুলিশ তাদের গ্রেফতার করে।