লন্ডনে টিউব রেলে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রাথমিক তদন্তে জঙ্গি হানার আশঙ্কাই করেছিলেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। লন্ডনে টিউব রেলে বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস। গতকাল শুক্রবার সকালে অফিস টাইমে দক্ষিণ-পশ্চিম লন্ডনের পারসন্স স্টেশনে টিউব রেলে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিউব রেলের কামরায় একটি সাদা প্যাকেটে আইইডি রাখা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধও হন। ঘটনার রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে পালাতে গিয়েও আঘাত পান বেশ কয়েকজন।

বিস্ফোরণের পর বন্ধ করে দেওয়া হয় টিউব রেল পরিষেবা।

জারি করা হয় হাই অ্যালার্ট। টিউব রেলে বিস্ফোরণের কড়া নিন্দা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তবে এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করার খরব নেই।শোনা যাচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজনকে শনাক্ত করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তাকে ধরতে শুরু হয়েছে তল্লাশি।

এদিকে আজ শনিবার এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস। এই জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র হামলার দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছে।
সূত্র: সংবাদ প্রতিদিন

পূর্ববর্তী নিবন্ধএবার শাহরুখকে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা?
পরবর্তী নিবন্ধহামলার হুমকি জটিল রূপ নিয়েছে: থেরেসা মে