শুক্রবার রাতে আহত ছাত্রলীগ নেতার বাবা শফি উল্লাহ বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লবসহ ২০ নাম উল্লেখ ও আরও ৫/৬ জনকে আজ্ঞাত আসামি করা হয়েছে।
রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস মামলা ও দুই আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জের ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলে বিরুদ্ধে বিক্ষোভ করায় নবগঠিত ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিনসহ তিন নেতাকর্মী পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির নেতাকর্মীরা।
চলতি বছরের ৫ মার্চ আবদুস সামাদ রাজুকে সভাপতি ও রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
তিন মাস পর ১৩ জুন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ মাইন উদ্দিনকে সভাপতি ও সাদ্দাম হোসেন আবিদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। নতুন কমিটি গঠনের পর থেকে সদ্য বিলুপ্ত কমিটির নেতারা নতুন কমিটি বাতিল করে আগের কমিটি পুনর্বহাল করার দাবিতে হাজিরহাটে মানববন্ধন, লরেন্স ও তোরাবগঞ্জে বাজারে বিক্ষোভ করেছে।