নিজস্ব প্রতিবেদক:
১ জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মধ্যেও তৈরি পোশাক কারখানাগুলো খোলা রাখতে চান মালিকরা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সন্ধ্যার পর সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
লকডাউনে তৈরি পোশাক শিল্পের বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, সে সিদ্ধান্তটি কেবিনেট ডিভিশন থেকে ঠিক করবে। এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি। হয়তো আজ সন্ধ্যার পরে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত হবে। তার আগে কথা বলাটা ঠিক হবে না।
পরিসংখ্যান অনুযায়ী পোশাক কারখানার শ্রমিকদের করোনা আক্রান্তের হার অনেক কম। সেজন্য লকডাউনে সব ধরনের নিয়ম-কানুন মেনে মালিকরা পোশাক কারখানা খোলা রাখতে চান বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, তাদের (মালিক) যে লজিক (যুক্তি), আমরা যেহেতু মেইনটেইন করেছি, বিদেশে প্রোডাক্ট যাবে, সেটি জাতির স্বার্থে দরকার। এছাড়া সামনে ঈদ আসছে, বেতন-বোনাসের বিষয় রয়েছে। তারা এমন একটি বিষয় বলেছে, যা আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন হতে পারে। সেটা হলো- আজ ৪০ লাখ শ্রমিককে যদি ছুটি দিয়ে দিই, গতবারের অভিজ্ঞতা বলে, এসব শ্রমিকদের আমরা ঢাকা বা ঢাকার আশপাশে রাখতে পারিনি। দেখা গেছে, সবাই সারা দেশে ছড়িয়ে পড়েছে।
এদিকে কোরবানির পশুর চামড়া সংক্রান্ত বিষয় নিয়ে দুপুরে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, চামড়ার দাম নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সাধারণত কোরবানি ঈদের সাত থেকে আটদিন আগে আমরা ফরমালি বসে আলোচনা করি। এ বছরও ৭-৮ দিন আগে তাদের সাথে আলোচনা করে আপনাদের (সাংবাদিক) জানাব।