পপুলার২৪নিউজ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি মাসের ১ তারিখ কোম্পানিটির করা রাইট আবেদন বাতিল করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
লংকাবাংলার পরিচালনা পরিষদ গতবছর রাইট প্রস্তাবের মাধ্যমে ১:২ হারে অর্থৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি হিসেবে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যু করার কথা ছিল। ১০ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি।