র’ এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক

ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র’ এর প্রেসক্রিপিশনে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে হাসনাত লেখেন, র’ (RAW)-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।

পূর্ববর্তী নিবন্ধআইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার