পপুলার২৪নিউজ প্রতিবেদক :
র্যাব সদস্যদের সফল অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস মাদক ও ভেজালবিরোধী অভিযান দক্ষতার সঙ্গে পরিচালনা করছে র্যাব। দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে বাংলাদেশ র্যাব। মানুষ এখন নিরাপদে চলাফেরা করতে পারছে।’
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব ফোর্সেস-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। অনুষ্ঠানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন র্যাব ফোর্সেস-এর একটি চৌকস দল।
সকাল ১০টায় র্যাবের সদর দফতর, কুর্মিটোলায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এ বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য দেন।
শেখ হাসিনা বলেন, ‘র্যাবের তৎপরতায় ৩৫৮ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সমাজে তাদের ছেলে-মেয়েদের আর অপমানজনক কথা শুনতে হয় না। জলদস্যুদের ছেলে-মেয়েরা এখন স্কুলে লেখাপড়া করে। সমাজে ভালোভাবে পরিচয় দিতে পারে।’
তিনি বলেন, ‘সমাজবিরোধী অন্যান্য কাজে যারা লিপ্ত আছেন তারা যদি আত্মসমর্পণ করেন তাহলে তাদেরকেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হবে। তাদের আর্থিক সাহায্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা এবং ভালোভাবে জীবন-যাপন করার ব্যবস্থা করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ সন্ত্রাস এবং মাদক নিয়ন্ত্রণে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘মাদকের ছোবলে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। মাদকের কারণে মেয়ে বাবা-মাকে হত্যা করে। ভাই ভাইকে হত্যা করে। আর যে পরিবারে মাদক প্রবেশ করে সে পরিবারে অশান্তির সীমা থাকে না। সমাজ ও পরিবার যেন মাদকমুক্ত হয় সেজন্য কাজ করতে হবে। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয়।’
আইনশৃঙ্খলা বাহিনীকে আইন প্রয়োগ করার ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা প্রকৃত অন্যায়কারী তারা যেই হোক তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে এসব করতে গিয়ে অযথা কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবন যেন শান্তিপূর্ণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জনগণের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রী র্যাব সদস্যদের উদ্দেশে বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন হলে সেই সুফল দেশের মানুষই পাবে।’
বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি জ্বালাও-পোড়াও করেছিল। তারা সাধারণ জনগণকে পুড়িয়ে মেরেছিল।
৩০ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। যার কারণে এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে।
জনগণ সুখী ও সমৃদ্ধ দেশে বাস করছে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের জীবন উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমরা এখন একটি সুখী ও সমৃদ্ধ দেশে বাস করছি।