পুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাব ও বনদস্যুদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দস্যুপ্রধান শামসু নিহত হয়েছেন। এ সময় তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ধারালো অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপাই রেঞ্জের শেওলা নদীর মৃগামারি সংলগ্ন সোনামুখি খালে এ ঘটনা ঘটে।
র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেওলা নদীর মৃগামারি এলাকায় একটি দস্যু বাহিনী দুই-তিন দিন ধরে অবস্থান করছিলো। তারা বিভিন্ন সময়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে। এ খবরে র্যাব-৬ এর একটি দল দুপুর ১২টায় ওই এলাকায় অভিযান শুরু করে। এসময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি করে। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধ ঘণ্টাব্যাপি গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যু দলের অন্য সদস্যরা বনের ভেতর পালিয়ে গেলেও ধরা পড়ে বাহিনী প্রধান শামসু।
গুলিবিদ্ধ শামসুকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. শাহিন তাকে মৃত ঘোষণা করেন।