রৌমারীতে শিক্ষকের ভয়ে ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রৌমারীতে শিক্ষক কর্তৃক ক্লাসে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের ভয়ে এক মাসের বেশি সময় ধরে মেয়েটি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে।

মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সভাপতি অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে ঘটনা ধমাচাপা দিয়ে রেখেছেন। নির্যাতিত অসহায় পরিবারটি বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। রৌমারী উপজেলার চরবোয়ালমারী হাফিজাবাদ দাখিল মাদ্রাসার ঘটনা এটি। রোববার সরেজমিন নির্যাতিত পরিবারের বাড়িতে গিয়ে এসব অভিযোগ জানা গেছে।

অভিযোগে জানা গেছে, মাদ্রাসার শিক্ষক কারী নুর মোহাম্মদ মাঝে মধ্যে ছাত্রীদের যৌননির্যাতন করে। এর এক পর্যায়ে ৩ অক্টোবর ক্লাসে ৪র্থ শ্রেণীর ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন ওই শিক্ষক। এ সময় শিশুটি চিৎকার দিয়ে দৌড়ে বাড়ি চলে যায়। এরপর থেকে ভয়ে মাদ্রাসায় আসছে না সে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী অভিভাবকরা মাদ্রাসায় উপস্থিত হয়ে বিচার দাবি করেন। অবস্থা বেগতিক দেখে মাদ্রাসার সুপার ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু এক মাস পার হলেও তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয়নি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কারী নুর মোহাম্মদ বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। আমি ছাত্রীদের সঙ্গে কোনো খারাপ অচরণ করিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনাকে কে বলেছে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করেছি।’

এ প্রসঙ্গে মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। প্রথম শোকজের জবাব দেননি পরে আবার পাঠানো হয়েছে। তাছাড়া আমি একজন শিক্ষককে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত টিম করেছি। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা থাকলেও তারা দেননি। সবাই টালবাহানা করছেন। আমি একা কি করতে পারি।’

 

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটকে বিদায় জানালেন আজমল
পরবর্তী নিবন্ধঅবশেষে আজ মাঠে নামতে পারেন তামিম