রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

পপুলার২৪নিউজ ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশলবিনিময়কালে অনানুষ্ঠানিকভাবে ট্রাম্প এ কথা জানান।

পরে হোটেল গ্র্যান্ড হায়াতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

শহীদুল হক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে বলেছেন, মিয়ানমারের ইস্যুতে আমরা আপনাদের সঙ্গে আছি। এটি কীভাবে সমাধান করা যায় আমরা দেখব।

দুই নেতার কুশলবিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়টি উঠে আসে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের অর্থনীতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভালো করছে। তাতে তিনি (ট্রাম্প) সন্তোষ প্রকাশ করেন।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান নিউইয়র্ক শহরে রয়েছেন।

 

পূর্ববর্তী নিবন্ধআব্দুল্লাহপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধশাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ ৬ ভারতীয় আটক