রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে কচুয়ায় মানববন্ধন

মিয়ানমারে হত্যার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

পপুলার২৪নিউজ গিয়াস উদ্দিন মোল্লা, কচুয়া চাদপুর প্রতিনিধি:  মিয়ানমারের রাখাইন রাজৈ গণহত্যা গণর্ধষন, নির্যাতন ও বাড়ীঘর আগুনে জালিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে কচুয়ায় মানব বন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে কচুয়া পৌরসভার ডাকবাংলো সড়কে বেসকারী সামাজিক সংগঠন আলোর মশালের উদ্যোগে মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধন শেষে রোহিঙ্গা মুসলামানদের অত্যারের হাত থেকে রক্ষা পেতে আল্লাহর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন সমবেত মুসল্লিগন।

এ সময় মানব বন্ধনে অংশ গ্রহন করেন, সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধা, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন,শাজুলিয়া দরবার শরীফের উপদেষ্ট্রা অধ্যাপক মাওলানা শাহ মো: জাকির উল্লাহ শাজুলি, বাসদ কচুয়া শাখার আহবায়ক জয়দেব কর্মকার প্রমূখ।

 

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের বাড়িভাড়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি