রোহিঙ্গা নিয়ে জনগণের মনের প্রতিধ্বনি করছে বিএনপি:খন্দকার মোশাররফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রোহিঙ্গা নিয়ে কোনো রাজনীতি নয়, বরং জনগণেরই মনের প্রতিধ্বনি করছে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলে তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগের দিন বলেছিলেন, ‘ রোহিঙ্গাদের নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি’।

সাংবাদিকরা বিষয়টি ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে তুলে ধরে জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, আমরা রোহিঙ্গা ইস্যুতে জনগণের মনের প্রতিধ্বনি করেছি। রাজনীতি করছি না, আর এখানে নোংরামির কিছু নেই। বিএনপি সঠিকটা বলছে।

তিনি বলেন, আমরাও মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিলাম।

মোশাররফ হোসেন বলেন, মিয়ানমার সরকারের মতো আমাদের সরকারও রোহিঙ্গা ইস্যু ধামাচাপা দিতে কুটকৌশল নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, হেলেন জেরিন খানসহ কয়েকজন নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধরাখাইনেই রোহিঙ্গাদের জন্য নিরাপদ এলাকা তৈরির প্রস্তাব বাংলাদেশের 
পরবর্তী নিবন্ধফিরোজা বেগমকে নিয়ে তৈরি হচ্ছে ওয়েবসাইট