রোহিঙ্গা নির্যাতন বন্ধে আহ্বান জানালেন দালাইলামা

পপুলার২৪নিউজ ডেস্ক:
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন বন্ধে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা।

বুদ্ধের শিক্ষা উদ্বুদ্ধ হয়ে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে বৌদ্ধদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, নির্যাতন বাড়ায় বহু রোহিঙ্গা দেশ ছেড়ে পালাচ্ছে। এত সংখ্যক শরণার্থীকে আশ্রয় ও তাদের খরচ বহন করা তার দেশের জন্য কষ্টসাধ্য বলেও মন্তব্য করেছেন রাজাক।

সংকট সমাধানে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

জাতিসংঘের হিসাবে রাখাইনে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। চলমান নির্যাতন-সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইরান, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ অনেক দেশে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরি পেলেন দৃষ্টি হারানো সিদ্দিকুর রহমান
পরবর্তী নিবন্ধগাজীপুরে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত