রোহিঙ্গা নির্যাতন তদন্ত নিয়ে বাংলাদেশকে আইসিসির চিঠি

পপুলার২৪নিউজ ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত হয়েছে কিনা তা তদন্তের জন্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকদের অনুমতি চেয়েছেন ওই আদালতেরই এক আইনজীবী।

মিয়ানমার আইসিসির সদস্য নয়, কিন্তু জানা গেছে ওই আইনজীবী যুক্তি দিয়েছেন – সেদেশের অপরাধের কারণে সদস্য দেশ বাংলাদেশ তার শিকার হয়েছে, ফলে ওই অপরাধ তদন্তের এখতিয়ার আইসিসির রয়েছে। খবর বিবিসির।

তদন্তের অনুমতি দেয়ার আগে আইসিসির তিন বিচারকের চেম্বার থেকে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিসির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বিবিসিকে বলেছেন, তারা আইসিসির চিঠির জবাব দেবেন। জানা গেছে ১১ই মে’র মধ্যে জবাব চাওয়া হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তিনটি বিষয়ে বাংলাদেশ সরকারের লিখিত বক্তব্য জানতে চেয়েছে আইসিসি।

এক- কোন পরিপ্রেক্ষিতে বিশাল সংখ্যায় রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার থেকে বাংলাদেশে এসে ঢুকলো ?

দুই- মিয়ানমার সদস্য দেশ না হলেও সেখানে সংঘটিত অপরাধের অভিযোগ তদন্তে আইসিসির এখতিয়ার নিয়ে বাংলাদেশের মতামত কী? এবং

তিন- অপরাধের অভিযোগ তদন্তের অনুমতি দেয়ার জন্য আদালত বিবেচনা করতে পারে এমন যে কোনো বিষয়ে বাংলাদেশের বক্তব্য।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধাপরাধীর সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন ব্যারিস্টার তুরিন আফরোজ
পরবর্তী নিবন্ধসোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সুচিত্রার নাতনি