রোহিঙ্গা গণহত্যা, রাখাইনে পূর্ণ ক্ষমতার তদন্ত কমিশন চায় আসিয়ান

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানের তদন্তে পূর্ণাঙ্গ ক্ষমতার কমিশন গঠনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে আসিয়ান।

মঙ্গলবার সিঙ্গাপুর জানিয়েছে, নিপীড়নে দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসতে এ তদন্ত কমিশন গঠন করার অনুরোধ জানানো হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এ উদ্বেগ জানানো হয়।

সিঙ্গাপুরের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকরিশান বলেন, এ ঘটনা মানবসৃষ্ট মানবিক বিপর্যয়।

গত বছরের আগস্টের পর রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

গত কয়েক দশক ধরে বিভিন্ন সময় আসা আরও চার লাখ এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এখানে বসবাস করছেন।

রোহিঙ্গা মুসলামদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত।

রোহিঙ্গাদের বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিচারের এখতিয়ার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে বলে সিদ্ধান্ত আসার ধারাবাহিকতায় এ তদন্ত শুরু হল।

বিবিসি লিখেছে, আইসিসির এ তদন্তের পথ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযানের পূর্ণাঙ্গ তদন্তের পথ খুলতে পারে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের বাহিনীর ওই অভিযানকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করে আসছে। তবে অভিযোগ অস্বীকার করে মিয়ানমার বলে আসছে, তাদের ওই লড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করতে নয়।

তবে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকারের ওই দাবি নাকচ করে দিয়ে জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, রাখাইনে যে ধরনের অপরাধ হয়েছে, আর যেভাবে তা ঘটানো হয়েছে, মাত্রা, ধরন এবং বিস্তৃতির দিক দিয়ে তা ‘গণহত্যার অভিপ্রায়কে’ অন্য কিছু হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টার সমতুল্য।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানালেন এরদোগান
পরবর্তী নিবন্ধ হ্যান্ডকাফসহ জামায়াত নেতাকে ছিনতাইয়ে গ্রেফতার ৫