মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে কক্সবাজার গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে তিনি কক্সবাজার পৌঁছান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে কক্সবাজারের তমরু এলাকায় আছেন। সেখান থেকে তিনি কুতুপালং এলাকায় যাবেন।
স্বাস্থ্য অধিদফতর ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) বরাত দিয়ে জানানো হয়, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধদের নিপীড়নের হাত থেকে জীবন বাঁচাতে গত ২৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। শরণার্থীর ঢলে বাংলাদেশ সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।