স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। রোহিঙ্গাদের ফেরাতে সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।
সোমবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে অসুস্থ সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় নাসিম বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সরকার খুবই আন্তরিক। এ পর্যন্ত কোনো রোহিঙ্গা বিনা চিকিৎসায় মারা যায়নি। এ ছাড়া দেশের মানুষ রোহিঙ্গাদের ব্যাপক সহযোগিতা করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মাবুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।