রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে জাতিসংঘকে আহ্বান

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন বন্ধ করে তাদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

বুধবার বেলা ১১টার পর তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপাংল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন।

এর আগে সকালে ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তুর্কি প্রধানমন্ত্রী।

সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। সেখানে মিয়ানমার থেকেন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বেলা আড়াইটার দিকে তুর্কি প্রধানমন্ত্রীর কক্সবাজার থেকে তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী তুর্কি বিনালি ইলদিরিম দুদিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় আসেন।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে প্রথমবারের মতো দুবাইয়ে উটের চিকিৎসায় হাসপাতাল
পরবর্তী নিবন্ধপাটগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত