রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনতে তুমব্রু ক্যাম্পে জাতিসংঘ প্রতিনিধিদল

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ ও দুর্দশার কথা শুনতে নাইক্ষ্যংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্টের ক্যাম্পে পৌঁছেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল (ইউএনএসসি)।

১৫ সদস্যের প্রতিনিধিদলটি রোববার সকাল সোয়া ৯টার দিকে সেখানে পৌঁছান। আজ দুপুর পৌনে ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনারপাড়া জিরো পয়েন্ট ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের করবেন তারা।

এ সময় রোহিঙ্গাদের কাছ থেকে রাখাইনে নির্যাতন, দুঃখ ও দুর্দশার কথা শুনবেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা দুপুরে কুতুপালং ডি-ব্লকে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করবেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার থেকে সরকারি সূত্র জানায়, ইউএনএসসির প্রেসিডেন্ট পেরুর গুস্তাভো মেজা-চুয়াড্রার নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরাক থেকে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশিদ আলম প্রতিনিধিদলকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ১৫ সদস্যের প্রতিনিধিদলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে বলিভিয়া, ইকুয়েটোরায়েল গায়েনা, ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, নেদারল্যান্ডস, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধি এবং আইভরি কোস্টের উপ-স্থায়ী প্রতিনিধি রয়েছেন।

ঢাকায় ফিরে প্রতিনিধিদলটি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য দুদিনের সফরে মিয়ানমার যাবেন।

পূর্ববর্তী নিবন্ধআমার প্রেমিকই ছিল ধর্ষক: অভিনেত্রী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনা বেশি জনপ্রিয় : জয়