পপুলার২৪নিউজ,সাভার প্রতিনিধি:
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের লাখ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে তাদের এখানে থাকতে দেয়া হয়েছে। তবে মিয়ানমারকে অবশ্যই নিজেদের নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে হবে।
বিশ্ববাসী এই সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি সেন্টার অ্যান্ড স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এখন আর আমাদের কেউ হেয় চোখে দেখে না। আমাদের সঙ্গে সবাই সম্মানজনক আচরণ করে। আমরা মুক্তিযোদ্ধা জাতি। আমরা সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, গ্রাম পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে আমরা কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করব বলে ঘোষণা দিয়েছিলাম। আজ বাংলাদেশ ডিজিটাল হিসেবে গড়ে উঠেছে। আগামীতে দেশ আরও এগিয়ে যাবে।