রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের

স্পোর্টস ডেস্ক

অপরাজিক থাকার রেকর্ড গড়েই চলছে বেয়ার লেভারকুসেন। তাদের এই জয়রথ কোথায় থামবে, তারা নিজেরাও জানেন না। কোচ জাবি অ্যালোনসো নিজেও শিষ্যদের এমন পারফরম্যান্স দেখে নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে পারছেন না। ম্যাচের মূল সময়ে না পারলে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হলেও গোল করে অপরাজিতই থাকছে লেভারকুসেন।

এবার ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। এতে তাদের অপরাজিত থাকার রেকর্ড চলে গেছে ফিফটির কাছাকাছি, ৪৭ ম্যাচে। ২২ বছরে নিজেদের ইউরোপা শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

গতকাল বৃহস্পতিবার রাতে রোমার ঘরের মাঠে ২৮ মিনিটে প্রথম গোল পায় লেভারকুসেন। আলেক্স গ্রিমালদোর অ্যাসিস্টে গোলবারের ডানপাশের মাটি ঘেষে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ। এতে ১-০ ব্যবধানে এগিয়ে অ্যালোনসোর শিষ্যরা।

৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লেভারকুসেন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন রবার্ট এনড্রিক। যেই শট ফেরানোর কোনো সাধ্য ছিল না রোমার গোলরক্ষক মিলে ভিলার। চোখধাঁধানো এই গোলে ২-০ তে এগিয়ে যায় লেভারকুসেন।

শেষ মুহূর্তে একটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয় রোমা। বদলি খেলোয়াড় টেমি আব্রাহামের একটি হেড গোলবারের বাইরের সাইড ঘেঁষে চলে যায়। শেষমেশ ২-০ ব্যবধানেই জয় পায় লেভারকুসেন।

এর আগে ৪৫ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপীয় ক্লাব ফুটবলে রেকর্ড করে লেভারকুসেন। ইউরোপের সেরা ৫ লিগের ক্লাবগুলোর ইতিহাসে তাদের আগে সর্বোচ্চ ৪৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

পূর্ববর্তী নিবন্ধসব ধরনের রিচার্জে মেয়াদ বাড়াল গ্রামীণফোন
পরবর্তী নিবন্ধচেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন মলিন টটেনহ্যামের