রোনাল্ডোর গোলে আশা টিকে রইল পর্তুগালের

পপুলার২৪নিউজ ডেস্ক:
এ মুহূর্তে ফুটবলবিশ্বে যে কয়েকজন তারকা খেলোয়াড় রয়েছেন, তাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অন্যতম। তবে সেই তারকা ফুটবলারকেই যেন ঠিকভাবে মূল্যায়ন করতে চাইলেন না পর্তুগিজ বস ফার্নান্ডো সান্তোস।

তাই তো বিশ্বকাপ বাছাই পর্বে অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে বসিয়ে রাখলেন তাকে। তবে দ্বিতীয়ার্ধে যখন তাকে মাঠে নামানো হল রোনাল্ডো যেন তাকে অবহেলার জবাব দিলেন।

শনিবার রাতে প্রথমার্ধে গোলশূন্য থাকা পর্তুগাল রোনাল্ডো মাঠে নামার পর যেন প্রাণ ফিরে পায়। দ্বিতীয়ার্ধে অ্যান্ডোরার জালে দুবার বল পাঠায় পর্তুগাল।

দুই গোলের একটি করেন রোনাল্ডো, অন্যটি করেন এসি মিলানের ফরোয়ার্ড আন্দ্রে সিলভা।

ম্যাচের ৬৩তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা রোনাল্ডো।

এবারের বাছাই পর্বে এ নিয়ে আট ম্যাচে ১৫ গোল করলেন সিআর সেভেন। জাতীয় দলের হয়ে ১৪৫ ম্যাচে এটি তার ৭৯তম গোল।

৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আন্দ্রে সিলভা।

৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

এই জয়ে ২০১৮ সালের বিশ্বকাপে সরাসরি যাওয়ার আশা টিকে রইল পর্তুগালের।

হাঙ্গেরিকে ৫-২ গোলে হারিয়ে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কারা সরাসরি বিশ্বকাপে উঠবে আর কারা প্লে অফ খেলবে।

অবশ্য সুইজারল্যান্ড যদি ড্র করে তাহলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। আর পর্তুগাল জিতলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সরাসরি বিশ্বকাপে খেলবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আনা হচ্ছে তোফা-তহুরাকে
পরবর্তী নিবন্ধফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন