রোনাল্ডোকে বিশ্রাম দেয়ার কড়া মাসুল দিল জুভেন্টাস

পপুলার২৪নিউজ ডেস্ক :

রোববার রাতে জেনোয়ার মাঠে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। এদিন দলে অনুপস্থিত ছিলেন অন্যতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মৌসুমে প্রথমবারের মতো তাকে ছাড়াই জেনোয়ার বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। আর সে ম্যাচে হেরেছেন ইতালিয়ান জায়ান্টরা।

২৮ ম্যাচে এটিই জুভেন্টাসের প্রথম হার। অবশ্য এ হারে তেমন কিছুই হারাতে হচ্ছে না দলটিকে।

৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা দলটি দ্বিতীয় অবস্থানে থাকা নাপোলির চেয়েও অনেক এগিয়ে।

অনেকটা ধরাছোঁয়ার বাইরে থেকে শীর্ষে আছে তারা। ১৮ পয়েন্ট পেছনে রয়েছে নাপোলি।

রোববারের ম্যাচে লুইজি ফেরারিস স্টেডিয়ামে শুরুতেই হোঁচট খেতে বসেছিল জুভেন্টাস।

প্রথমার্ধে বক্সে জোয়াও কানসেলোর হাতে বল লেগেছে ভেবে পেনাল্টি পায় জেনোয়া। কিন্তু ভিডিও প্রযুক্তির ব্যবহারে সিদ্ধান্ত বদলে যায়।

দ্বিতীয়ার্ধে এসে আবারও ভিএআরের দারস্থ হতে হয় রেফারিকে। ৫৬ মিনিটে পাউলো দিবালার গোল অফসাইডে বাতিল হয়। খেলা ৬০ মিনিট গড়াতেই বদলি খেলোয়াড় হিসেবে নামে গোরান পান্দেভ।

৭০ মিনিটের মাথায় নামানো হয় স্তুরারোকে। আর বদলি হিসেবে নেমেই কারিশমা দেখান স্তুরারো।

খেলার ৭২ মিনিটে গোল করেন এই ইতালিয়ান। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে দারুণ কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোল করেন পান্দেভ।

দুই বদলি খেলোয়াড়ের সুনিপুন শটে ২-০ তে হারে সিআরসেভেনবিহীন দল জুভেন্টাস।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র আইন কঠোর করতে বলল নিউজিল্যান্ডে মন্ত্রিরা
পরবর্তী নিবন্ধঘৃণা থেকেই লন্ডনে মুসল্লির ওপর হাতুড়ি হামলা: পুলিশ