২০১২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এতে তার ওপর যারপরনাই খেপে গিয়েছিলেন রিয়াল বস ফ্লোরেন্তিনো পেরেজ। এমনকি তাকে বিক্রি করে লিওনেল মেসিকে কেনার হুমকি দিয়েছিলেন তিনি।
বিখ্যাত ম্যাগাজিন ফ্রান্স ফুটবল জানাচ্ছে-পেরেজ সরাসরি রোনাল্ডোকে বলেছিলেন, তুমি যদি পিএসজিতে যোগ দাও, তাহলে ২০ কোটি ইউরো দিয়ে আমরা মেসিকে কিনব।
রোনাল্ডো ভেবেছিলেন, পিএসজিতে যোগ দিলে তার ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক যা ভেবে গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজির ডেরায় ভিড়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।
যাহোক, শেষ পর্যন্ত রোনাল্ডোর ইচ্ছা আলোর মুখ দেখেনি। রিয়ালের মেসিকেও কেনা হয়নি। এর পর যা ঘটেছে তা তো ইতিহাস। ওই সময়ের পর রিয়ালে থেকেই চারবার ব্যালন ডি’অর জিতেছেন পর্তুগিজ যুবরাজ। সঙ্গত কারণে পেরেজের প্রতি কৃতজ্ঞ পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।